কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৩ ফেব্রয়ারী সকাল ১০টায় মহিষকুন্ডি বাজার জামে মসজিদ আঙিনায় নামাজে জানাযা শেষে দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলমকে মহিষকুন্ডি ডাকপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।
সাংবাদিক জাহাঙ্গীর আলমের নামাজে জানাযা ও দাফনে অংশ নেন, দৌলতপুর আসনের সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন সহ দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সুধীজন।
এরআগে জাহাঙ্গীর আলমের মরদেহ কলকাতা থেকে রাত পৌনে ১০টায় নিজ বাড়ি মহিষকুন্ডি গ্রামে পৌঁছাই। লিভার ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গত ৫ ফেব্রæয়ারী উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনার পথে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তিনি ভারতে মারা যান। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়াত সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়।