sa.gif

শ্রমিকদের ইদ যাত্রা শুভ হোক, আনন্দে কাটুক ইদ
-বাবুল আক্তারশুভ হোক শ্রমিকদের ইদ (ঈদ) যাত্রা। সারা বছর শ্রমিকরা অপেক্ষা করে থাকে ইদের ছুটিতে বাড়ি গিয়ে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ করার জন্য। সেই ইদের দিন সমাগত। আমরা আশা করি সকল শ্রমিক ঠিক মত বাড়িতে পৌছে সেই প্রত্যাশার ইদ পালন করুক।
ইদের আনন্দের সাথে শ্রমিকদের অনেক কষ্টও অপেক্ষা করে। এক : কষ্ট করে জ্যাম ঢেলে বাড়ি যাওয়া। আর দুই: ইদে পরিবারের প্রিয় লোকজনদের জন্য মনের মত করে কেনা-কাটা করতে না পারা। তারপরও শ্রমিকরা ইদকে বড় উৎসব হিসাবে নিয়ে থাকে। যে উৎসবে শ্রমিকরা পরিবার পরিজনের সাথে মিলিত হয়।

ইদে যে হারে খরচ বাড়ে সে হারে শ্রমিকরা উৎসব ভাতা পায়না । কোন কারখানা উৎসব ভাতা কিছুই দেয় না। কোন কারখানা মাসের বেতনটাও ঠিক মত দেয় না। তাই ইদ এলেই শ্রমিকরা অনিশ্চয়তা থাকে ছুটি পাবে কিনা ? ছুটি পেলে কত দিনে পাবে ? বেতন বোনাস পাবে কি না? বেতন বোনাস পেলে তা কত হবে ? আবার ইদ করে করে ঠিকমত কাজে যোগদান করতে পারবে কিনা ? সময় মত কাজে যোগ দান করতে পারবে কি না ? এমন শত অনিশ্চয়তা সাথে করে নিয়ে ইদ। তারপরও পরিবার পরিজনের সাথে ইদ উৎসব পালনের জন্য শ্রমিকরা বাড়ি যায়। ত্যাগ ও কষ্টের পর শ্রমিক ভাই-বোনরা যে ইদ পালন করে তা সত্যিই নির্মল ও মহা খুশির।

ইদের ছুটি, বেতন-বোনাস নিয়ে আইন করে দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকার ও মালিকদের উদ্যোগী হতে হবে। আইনে যদি থাকে কতদিন ইদের ছুটি থাকবে, কত টাকা বোনাস থাকবে-তাহলে টেনশন মুক্ত থ্কাতে পারবে শ্রমিকরা। বছরের শুরুতেই মালিকরা বলে দেবে-এ বছর কতদিন ইদের ছুটি থাকবে, কতদিন অন্যান্য ছুটি থাকবে,কত টাকা ইদ বোনাস দেওয়া হবে। তাহলে শ্রমিকরা নিশ্চিন্তে কাজ করতে পারবে। সে ভাবে ইদ উৎসব পালনের পরিকল্পনাও করতে পারবে। এটা না থাকার কারণে শ্রমিকরা সারা বছর উৎকন্ঠায় থাকে ইদ উৎসব নিয়ে।

ইদের ছুটিতে শ্রমিকরা যে আনন্দ করে সেই ছুটি নিয়ে এক ধরনের খেলা করে গার্মেন্টস মালিকরা। সারা বছর বিভিন্ন ছুটির দিনে কাজ করিয়ে নেয় বিনা মজুরিতে। সেই ছুটি ইদের ছুটির সাথে যোগ করে দেয়।
বড়লোকরা সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ইদ করতে যায়। তাদের অনেক চাহিদা। শ্রমিকদের চাহিদা কম। কমেই তারা খুশি। তাই হাতে যে কটা টাকা থাকে তাই নিয়ে গ্রামে চলে যায় বাবা-মা, ভাই-বোন ও বন্ধু-বান্ধবের সাথে ইদ পালনের জন্য। শ্রমিকরা গ্রামে ইদ করতে যাওয়ার কারণে গ্রামের পরিবেশগুলো উৎসবমুখর হয়ে উঠে। প্রানচঞ্চল্যে ভরে যায় গ্রাম। ইদ সবার জন্য যে সমান ও ত্যাগের আবাহন নিয়ে আসে শ্রমিক ভাই-বোনেরাই সেই ত্যাগ ও ভালবাসার পরিবেশ তৈরি করে।

শ্রমিক ভাই বোনেরা পরিবার পরিজনদের নিয়ে ইদ পালন করে ভালভাবে ফিরে এসে আবার কাজে যোগদিক সেই কামনা করি। শেষে সবার প্রতি জানায় ইদ শুভেচ্ছা- ইদ মোবারক।


Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution