sa.gif

‘নার্সদের বেকার থাকা সরকারের জন্য লজ্জাজনক’


বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, যে দেশে দক্ষ নার্স সংকট রয়েছে, সে দেশে নার্সদের বেকার থাকা সরকারের জন্য লজ্জাজনক।

রবিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে নার্সদের লাগাতার অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

আবুল মকসুদ বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসক বা ওষুধে হয় না এর জন্য প্রয়োজন দক্ষ নার্স। দেশে দক্ষ নার্সের অভাব না থাকলেও হাসপাতালগুলোতে নার্স সংকট রয়েছে। আর এজন্য অনেকেই থাইল্যান্ড, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাচ্ছে। তিনি বলেন, হাসপাতালে নার্স ডাক্তারের মতই অপরিহার্য। অথচ সেই নার্সদের হাসপাতালে রোগীর পাশে থাকার কথা তারাই দুই সপ্তাহ ধরে রাস্তায় বসে আছে।

আবুল মকসুদের মতে, তারা নার্সিং কোর্স শেষ করেছে যোগ্যতার প্রমাণ দিয়েই, তাই তাদের অবিলম্বে সরকারি হাসপাতালে নিয়োগ দেয়া প্রয়োজন। প্রসঙ্গত, নার্সদের দুটি সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) ১৪ দিন ধরে ব্যাচ, মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে।


Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution