sa.gif

দৌলতপুরবাসীকে সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র ঈদ শুভেচ্ছা
মিজানুর রহমান, দৌলতপুর থেকে :: 09:03 :: Sunday May 24, 2020 Views : 179 Times

 

দৌলতপুরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্।

 

ঈদ পূর্ব এক বার্তায় তিনি দৌলতপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

 

এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এই দিন মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে সবাই এই ঈদের আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করে নেয়।


সংযমের এই মহান ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক এই ঈদ-উল-ফিতর।

 

সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণী-পেশার মানুষের জীবন। ঈদের আনন্দে মেতে উঠুক বাংলার প্রতিটি ঘরের শ্রমজীবি মানুুষ। সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।

 

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যগত বিধিনিষেধের কারণে কোলাকুলিও করা যাবে না। মুসলমানেরা এমন সাদামাটা ও একঘেয়ে ঈদ আর কখনো পালন করছে কিনা জানা নেই।

বৈশ্বিক এই মহামারি লন্ডভন্ড করেছে পুরো পৃথিবী। ফলে মুসলমানদের হাজার বছরের গড়া ঈদ সংস্কৃতি ও ঐতিহ্যের এবার ছন্দপতন ঘটবে। সবার জীবন হউক মঙ্গলময়।Comments

Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution