sa.gif

বেতন-বোনাস পরিশোধ করুন; ঈদের আগে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের দিকে ঠেলে দেবেন না: টিইউসি
আওয়াজ প্রতিবেদক :: 20:15 :: Thursday May 21, 2020 Views : 290 Times

শ্রমিকদের আইনি প্রাপ্য না দিয়ে বিক্ষোভ সমাবেশের মত কর্মসূচির মাধ্যমে করোনা সংক্রমণের ঝুকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বাকী সময়েও বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের যাতে বিক্ষোভ, সমাবেশ ও অবরোধের মত কর্মসূচি পালনে না যেতে হয় সে জন্য ঈদের আগে সকল বকেয় বেতন ও বোনাস পরিশোধের আহবান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বৃহস্পতিবার ২১ মে টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর সংক্রামনে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিক কর্মচারী উৎপাদন চালু রেখেছে অথচ বিস্ময়ের সাথে লক্ষ করছি যে, এখন পর্যন্ত সকল কারখানায় আনানুগ ভাবে প্রাপ্য বেতন বোনাস প্রদান করা হয়নি।

প্রাপ্য পাওনা আদায়ের জন্য নানা বিধ কর্মসূচী পালনে বাধ্য হচ্ছে যার ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। যা দেশ বাসীর কাম্য নয়।

এমতাবস্থায় টিইউসি’র পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়। এক : ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের আনানুগ প্রাপ্য বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

দুই: এখন পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক খাতের যে সকল শ্রমিকরা সরকারী সহায়তা পায়নি সে সকল শ্রমিকদেরকে তালিকা ভুক্ত করে অতিসত্তর সহায়তা প্রদান করতে হবে। এবং

তিন: শ্রমিক-কর্মচারীদের ঈদের ছুটিতে গ্রামে না গিয়ে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদে থাকার আহবান জানান।

 Comments

Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
11/1/B, Kobi Josimuddin Road, Uttor Komlapur,Motijheel, Dhaka-1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution