sa.gif

বকেয়া বেতন ও শতভাগ ঈদ বোনাসের দাবিতে মিরপুরে গার্মেন্ট শ্রমিকের বিক্ষোভ, সড়ক অবরোধ
আওয়াজ প্রতিবেদক :: 11:45 :: Tuesday May 19, 2020 Views : 183 Times

শতভাগ ঈদ বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মিরপুরের-১৩ ও ১০ নম্বর সেক্টরের প্রায ৮টি কারখানার প্রায় ২০ শ্রমিক বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। শ্রমিক বিক্ষোভের সময় মিরপুর কচুক্ষেত সড়ক, মিরপুর-১৩ নম্বর সড়ক কাঠের গুড়ি ও বাঁশ ফেলে বন্ধ করে দেওয়া হয়। মিরপুরের ওপেক্স কারখানা থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়ে এ সব কারখানার ছড়িয়ে পড়ে।


ওপেক্স কারখানার শ্রমিকরা জানায়, কারখানাটি এপ্রিল মাসের বেতন এখনো দেয়নি। ঈদ বোনাস কবে দেবে, শ্রমিকদের তাও জানানো হয়নি। মে মাস শুরু থেকে এপ্রিল মাসের বেতন দেবো-দিচ্ছি বলে কিন্তু দেয়নি। গত ১৮ এপ্রিল সোমবার বেতন দেওয়ার কথা ছিল। শ্রমিকরা বেতন চাইলে অফিস থেকে জানায়, বেতন কবে দেওয়া হবে বলা যাচ্ছে না। শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে কারখানা থেকে জানিয়ে দেওয়া হয়, কবে দেবো বলতে পারবো না, শ্রমিকরা যা পারে তাই করে নিক। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।


এ সময় শ্রমিকরা সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। কিছু শ্রমিক পাশেই মিরপুর-১০ এ অবস্থিত ভিশন, এসবিএম, সরোজ, ড্রীমল্যান্ড কারখানাসহ বেশ কয়েকটি কারখানা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এ সময় কিছু ভাংচুরের ঘটনা ঘটে।


এ সময় ওপেক্স কারখানার শ্রমিক রাবেয়া খাতুন জানান, করোনাকালে তারা বেতন পাননি। ঘরে খাওয়ার নেই, হাতে টাকা নেই। দোকান বাকী বেড়ে চলেছে, তারা আর বাকী দিতে চাইছে না। বাড়িওয়ালা ভাড়া দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এরপর কারখানা থেকে বলা হচ্ছে এখন বেতন দিতে পারবে না। এ অবস্থায় আমরা দিশেহারা। এখন বলছে কবে বেতন দেবে বলতে পারছে না। আবার শোনা যাচ্ছে হাফ ঈদ বোনাস দেবে। তাহলে আমরা কি খাবো, দোকানদারকে কি দেবো, বাড়িওয়ালাকে কি দেবো। আমাদের কথা কে শুনবে! এ জন্য আমরা সব কারখানার শ্রমিক ভাই-বোনদের অনুরোধ করছি মিছিলে আসতে।


এদিকে সড়কের দক্ষিনপার মিরপুর-১০ অবস্থিত ভিশনসহ অন্যান্য কারখানার শ্রমিকদের দাবি পুরোপুরি ঈদ বোনাসের। তারা জানান, ভিশন, এমবিএম, ড্রিমল্যান্ড ও সরোজসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে। সরকার-বিজিএমইএ এর ঘোষণা অনুযায়ী এ সব কারখানা বন্ধকালিন সময়ে ৬০ ভাগ বেতন দেওয়া হয়েছে, শ্রমিকদের এখন দাবি শতভাগ ঈদ বোনাসের। আন্দোলনের প্রেক্ষিতে সরোজ ও এমবিএম কারখানা শতভাগ ঈদ বোনাস দেবে বলে ঘোষণা করেছে। গতকাল থেকে আন্দোলন শুরু হওয়ার পর আজকে ড্রীমল্যান্ড কারখানার শ্রমিকদের ত্রান দেওয়া শুরু করেছে।


সরেজমিনে এমবিএম ও সরোজ কারখানার শ্রমিকরা জানান, আমাদের সমস্যা নেই। আমাদের কারখানার মালিক আমাদের পুরো ঈদ বোনাস দেবে বলে জানিয়েছে। অন্যদিকে ভিশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা জানান, আমরা শতভাগ ঈদ বোনাস না দেওয়া পর্যন্ত বিক্ষোভ করবো। তাদের দাবি এপ্রিল মাসে বেতন কম পেয়েছে-এ অবস্থায় তাদের চলা কষ্ট হচ্ছে। পুরো ঈদ বোনাস না দিলে আমাদের ধার-দেনা পরিশোধ করতে পারবোনা, না খেয়ে থাকতে হবে।


সরোজ কারখানার সামনে কাফরুল থানার এসআই মনিরুজ্জামানসহ চারজন পুলিশ অবস্থান করছেন। তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। এসআই মনিরুজ্জামান জানান, শ্রমিকরা শতভাগ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন। তারা কয়েকটি কারখানা থেকে শ্রমিকদের বের করে আনার জন্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এ সময় কিছু ভাংচুরের ঘটনা ঘটেছে।


এ সময় শতভাগ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কথাটি স্বীকার করেন এমবিএম কারখানার মহাব্যবস্থাপক হারুন অর রশিদ। তবে তার নিজের কারখানার শ্রমিকরা কোন ধরণের বিক্ষোভ, ভাংচুরের সাথে নেই বলে জানান। বাইরে থেকে শ্রমিকরা এসে ঢিল ছুড়ে শ্রমিকদের বের করার চেষ্টা করেন। এ সময় হ্যান্ড ওয়াসের পানির ট্যাপ ভাংচুরের ঘটনা ঘটে।Comments

Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution