শ্রমিকদের আন্দোলনের চাপে আশুলিয়ার বেলমাতে অবস্থিত টেনডি আউটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপÿ দাবি মেনে নিতে বাধ্য হলেও শেষ পর্যন্ত আগস্ট মাসের বেতন না দেওয়ার কারণে শ্রমিকরা কাজে ফিরে যায়নি। তৃতীয় দিনের মত শ্রমিকরা কর্মসূচি অব্যাহত রেখেছে।
কারখানার শ্রমিকরা জানান, পোশাক কারখানাটি গত আগষ্ট মাসের বেতন দেয়নি। আগের মাসের বেতন পরের মাসে সাত কর্মদিবসে দেওয়ার কথা থাকলেও প্রতিমাসে গড়িমশি করে। এবার ১৫ তারিখ পার হলেও আগস্ট মাসের বেতন পরিশোধ করেনি। এ অবস্থায় আমরা বাড়িভাড়া দিতে পারছিনা, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। টাকার অভাবে পরিবারের জরুরি কাজও করতে পারছি না। এ অবস্থায় ১৬ সেপ্টেম্বর থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রতি মাসের ৭ কর্মদিবসের মধ্যে আগের মাসের বেতন পরিশোধ করার জন্য চুক্তি ¯^াক্ষর করে। কিন্তু আগষ্ট মাসের বেতন পরিশোধ না করাতে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আগস্ট মাসের বেতন পরিশোধ না করলে আমরা কাজে যোগ দেবো না।
এ বিষয়ে শ্রমিকনেতা অরবিন্দ বেপারী বিন্দু শ্রমিক আওয়াজকে জানান, আমরা শ্রমিকপ¶ ও মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানে করেছিলাম। মালিকপ¶ চুক্তিবদ্ধ হয়েছে আগামী ২৪ তারিখে শ্রমিকদের সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে। আগামী মাসগুলোতে প্রত্যেক মাসের ৭ কর্মদিবসের মধ্যে আগের মাসের বেতন পরিশোধ করবে।
জানা গেছে কারখানার শ্রমিকদের অপর একটি অংশ আগস্ট মাসের বেতন এখনই না দিলে কাজে ফেরত যাবেনা বলে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও মালিক পক্ষ মিলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বাসায় পোশাককর্মীর গলাকাটা লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ
আশুলিয়ায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ৩
ভালুকায় পোশাক শ্রমিকবাহী দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০
বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে পোশাক কারখানায় বিক্ষোভ
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের দাবি
ফতুল্লায় আগুনে দগ্ধ হয়ে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু
বকেয়া বেতন ভাতার দিতে আবারও সময় চাইলো আশুলিয়ার টেন্ডি কারখানার মালিক
বকেয়া বেতন ভাতার দিতে আবারও সময় চাইলো আশুলিয়ার টেন্ডি কারখানার মালিক
সন্তান জন্মদানের জন্য আসমাকে চাকরিচ্যুত করলো মিন্ট এপারেল
জুলাই থেকে পোশাক খাতে সুবিধা দাবি
বেতন ভাতা নয়, বিজিএমইএ থেকে চুক্তিনামা নিয়েই ফিরতে হলো টেন্ডির শ্রমিকদের
বেতন-ভাতার দাবিতে দ্বিতীয় দফায় বিজিএমইএ'র ভবন ঘেরাও ট্রেন্ডি আউটওয়্যার শ্রমিকদের
তৃতীয় দিনেও বেতন দেয়নি ট্রেন্ডি আউটওয়্যার, শনিবার বিজিএমইএ ঘেরাও কর্মসূচি
আশুলিয়ায় নারীর পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বন্ধ করে দেওয়া হলো মিরপুরের অনিকা এপারেল
আশুলিয়ায় কর্মকর্তার আঘাতে পোশাকশ্রমিকের চোখ নষ্ট
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মালিকের বাসার সামনে শ্রমিকরে অবস্থান ধর্মঘট
বকেয় বেতনের দাবিতে সাভারে দুই কারখানায় কর্মবিরতি
রপ্তানি হ্রাসে ছাঁটাই: দিশাহারা পোশাক শ্রমিকরা
চ্যালেঞ্জের মুখে ছোট্ট গার্মেন্টস কারখানা
' টেকসই উন্নয়ন পোশাক খাতের বড় চ্যালেঞ্জ'
Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347