একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের পর এবার শপথ নিলেন ধানের শীষের জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে তিনিই প্রথম শপথ নিলেন। তবে শুরু থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কেউ শপথ নেবেন না।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় দিকে জাতীয় সংসদ ভবনে তার দফতরে জাহিদুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদুরকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিলেন। বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের পাঁচজন এখন বাকি থাকল।
বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে চিঠি লেখেন। তখন বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ চিঠির বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথের আগেই তাদের শপথ নেয়ার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। তবে জাহিদুর রহমান বেশ চুপিসারেই শপথের পথে এগিয়ে গেলেন।
গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।
নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।
কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া গণফোরামের সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরইমধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। পরে শপথ নিয়ে গতকাল সংসদে যোগ দিয়েছেন মোকাব্বিরও।
শ্রমিকদের খুশি রাখতে শাজাহান খানকে কিছু কথা বলতে হয় : কাদের
শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন- অর্থমন্ত্রী
কুষ্টিয়া জেলা আ. লীগের সভাপতি সদর খান ও সম্পাদক আজগর
যুবলীগের সভাপতি পরশ সম্পাদক নিখিল
সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা
নুর হোসেনকে নেশাখোর বলায় ক্ষমা চাইলেন রাঙ্গা
ওমর ফারুককে অব্যাহতি
যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন
দুর্নীিতির কারণে মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে না
মোদী নীতির বিরুদ্ধে রাহুলের কড়া সমালোচনা
বেসরকারীকরণের মাধ্যমে শ্রমিকদের কর্মচ্যুতির হচ্ছে
শ্রমিক নেতা সারোয়ারকে হত্যার হুমকি, থানায় জিডি
হাসিনা মোদি বৈঠক
এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই
সরওয়ার জাহান বাদশাহ এমপি শ্রমজীবি মানুষকে সম্মান করে কথা বলেন
অবশেষে দেবর-ভাবীর সমঝোতা
কাদের চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা রওশন
প্রবীন রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই
৩৮ বছর আগে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল জিয়া
তাঁদের ভবিষ্যত বাণী সত্যি হলো
৩০ বছর পর সংসদে বিএনপির এমপি সংখ্যা ২০৭ জায়গায় শুধু ৭
মেহনতির পরিশ্রমেই নিহিত সম্ভাবনাময় ভবিষ্যৎ
এবার শপথ নিলেন বিএনপির জাহিদুর
সাধারণ রোগীর মত টিকিট কেটে চিকিৎসাসেবা নিলেন শেখ হাসিনা
প্রধান অতিথির আসন থেকে উঠে গিয়ে শিক্ষকদের সম্মননা দিলেন সরওয়ার জাহান বাদশাহ
কটিয়াদীর তরুন ও নারী ভোটাররা তানিয়ার শক্তি, আঞ্চলিকতায়ও এগিয়ে
আবারো সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347