sa.gif

বন্ধুর জন্মদিনে মাঝরাতে ওমর সানী
আওয়াজ প্রতিবেদক :: 16:34 :: Monday January 4, 2016


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও খলনায়ক মিশা সওদাগরের বন্ধুত্ব অনেক দিনের। প্রিয় বন্ধু মিশা সওদাগরের ৫০তম জন্মদিন সোমবার(৪ জানুয়ারি)। বন্ধুকে সারপ্রাইজ দিতেই রবিবার রাতে হঠাৎ করেই মিশার উত্তরার বাসায় হাজির হন ওমর সানী। এ সময় ওমর সানীর সঙ্গে ছিলেন তরুণ নির্মাতা তোহা মোরশেদ।
তোহা মোরশেদ বলেন, ‘এই দুজন গুণী মানুষের বন্ধুত্ব অনেক দিনের। প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতেই রাত ১১টা ৪৫ মিনিটে ফুল নিয়ে উত্তরায় মিশা সওদাগরের বাসায় গিয়ে হাজির হন ওমর সানী। কিছু সময় তারা একসঙ্গে আড্ডা দেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেন, ‘আজ ৪ জানুয়ারি, আমার প্রচারবিমুখ বন্ধু মিশার জন্মদিন। এই মুহূর্তে ওর সাথে। আমার তো মনে আছে, আপনাদের মনে আছে? মিশার জন্য দোয়া করবেন।’

১৯৬৬ সালের ৪ জানুয়ারি মিশা সওদাগর ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম শাহীন হাসান মিশা। আশির দশকে ‘এফডিসি’র নতুন মুখ সন্ধান’-এর মাধ্যমে নায়ক হওয়ার জন্য অডিশন দেন। এরপর ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমায় প্রথম অভিনয় করেন।

এ পর্যন্ত আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। গেলো বছরে মিশা অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসার গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘ব্ল্যাকমানি’, ‘ওয়ার্নিং’ মুক্তি পেয়েছে।

বর্তমানে বেশ কিছু সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা। এর মধ্যে সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী—ওয়াও বেবি ওয়াও’, ছটকু আহমেদের ‘দলিল’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, শাহনেওয়াজ সানুর ‘সুপার মডেল’, সাফিউদ্দিন সাফির ‘মিসডকল’, শামীম আহমেদ শামিমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ উল্লেখযোগ্য।

মিশা সওদাগর অভিনীত একাধিক সিনেমা এখন মুক্তি মিছিলে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’।CommentsPakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaz@yahoo.com
Contact: +880 1712 557138, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Nex-Ge Technologies Ltd.