sa.gif

বাবার সঙ্গে কাজলকে পছন্দ নয় শাহরুখপুত্রের!
আওয়াজ প্রতিবেদক :: 17:40 :: Tuesday November 10, 2015


পাঁচ বছর পর ফের পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবিতে এ জুটিকে দেখার অপেক্ষায় ভক্তরা। তবে সেই জুটিকেই কিনা পছন্দ নয় একজনের। ব্যাপারটা কিন্তু মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়; কেননা তিনি আর কেউ নন, শাহরুখ-পুত্র আব্রাম।


ছোট্ট আব্রামের এই অপছন্দের কথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ খান। সোমবার 'দিলওয়ালের' ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন শাহরুখ।

বাবার সঙ্গে কাজলকে পছন্দ নয় শাহরুখপুত্রের!
বাবার সঙ্গে সৈকতে আব্রাম- সংগৃহীত
শুধু তাই নয়, ছেলের অপছন্দের কারণও সবাইকে জানিয়েছেন সদ্য পঞ্চাশে পা দেয়া এ অভিনেতা। আর কাজলকে পছন্দ না হওয়ার কারণটিও বেশ মজার!

শাহরুখের ভাষ্যমতে, দিলওয়ালের শুটিংয়ে দিনের শেষে কি কি শট নেওয়া হয়েছে তা সবাইকে দেখাতেন রোহিত। ছবির শুটিংয়ে আব্রামকে নিয়ে গিয়েছিলেন শাহরুখ। তেমনই ছেলে-মেয়ে যুগ ও নাইসাকে নিয়ে যান কাজল। শটগুলো তারাও দেখত।

তিনি জানান, একটি শটে তাকে আঘাত পেতে দেখে আব্রাম। মনে মনে খুবই কষ্ট পায় সে। এজন্য রোহিতের কোনও দোষ খুঁজে পায় না সে। সব দোষ গিয়ে পড়ে বেচারা কাজলের ওপর! তার মনে হয়, 'দুষ্টু নায়িকার' (কাজল) জন্যই তার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। খুবই অসন্তুষ্ট হয় সে। কাজলের দিকে তাকিয়ে সে বলে ওঠে, 'পাপা টুট গয়ি।'

শাহরুখ অবশ্য জানিয়েছেন, কাজল ও তিনি এই বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১০-এ 'মাই নেম ইজ খান'-এর পর দিলওয়ালে ছবিতে ফের দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'করণ-অর্জুন', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম', 'মাই নেম ইজ খান'–এ তাদের রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল।CommentsPakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaz@yahoo.com
Contact: +880 1712 557138, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Nex-Ge Technologies Ltd.